দেশজুড়ে

হাসপাতাল পরিচালক দু:খিত

চোখ চুরি করেছে ইঁদুর!

বায়ান্ন প্রতিবেদন

ছবি: সংগৃহীত

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে এক মৃত ব্যক্তির দুই চোখ গায়েব হয়ে গেছে। নিহতের পরিবারের দাবি, পরিকল্পিতভাবে একটি চক্র চোখ দুটি চুরি করেছে। নিহতের নাম মাসুম মিয়া (৪৫)। তিনি রংপুর মহানগরের বুড়িরহাট বাহারদুর সিংহ গ্রামের বাসিন্দা ছিলেন। 

পুলিশ জানিয়েছে, মঙ্গলবার (২৭ মে) সকালে ধান কাটা নিয়ে বিরোধে  মাসুমের সাথে তার শ্যালক সাইদুর রহমানের বাগবিতণ্ডা হয়। সেই বাগবিতন্ডা পরে মারামারিতে রূপ নেয়। সাইদুরের লোকজন দেশি অস্ত্র নিয়ে মাসুম ও তার পরিবারের সদস্যদের ওপর হামলা করে। গুরুতর আহত অবস্থায় মাসুমকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই ঘটনায় মাসুমের মেয়ে মারুফা বেগম বাদী হয়ে সাইদুরসহ তিনজনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।

লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়। বুধবার (২৮ মে) সকাল সাড়ে ৯টার দিকে মরদেহ বের করার সময় দেখা যায় নিহতের চোখ দুটি নেই।  

পরিবার এবং প্রতিবেশীরা সন্দেহ করছেন কোন একটি চক্র ওই চোখ দুটি চুরি করেছে। 

মর্গের ওয়ার্ড মাস্টার মানিক ইসলাম জানান, হাসপাতালে ইঁদুরের উপদ্রব বেড়েছে। এমন ঘটনা বেশ কয়েকবার ঘটেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মচারী বলেছেন, মর্গের নিরাপত্তা ব্যবস্থা খুবই দুর্বল। কর্তৃপক্ষকে বারবার জানিয়েও কোনও সূরাহা হয়নি। 

বিষয়টি নিয়ে দু:খ প্রকাশ করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক আ এ আখতারুজ্জামান বলেন, তদন্ত শুরু চলছে।  মর্গের পরিস্থিতি উন্নত করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বারবার জানানো হয়েছে। 

রংপুর মেট্রোপলিটন পরশুরাম থানার ওসি মাইদুল ইসলাম বায়ান্ন টিভিকে বলেছেন, কি কারণে লাশের চোখ ছিলোনা তদন্ত করা হচ্ছে। হত্যা মামলার আসামিরা পলাতক। তাদের গ্রেপ্তারের চেস্টা চলছে।

এসকে// 

 

এ সম্পর্কিত আরও পড়ুন #রংপুর মেডিকেল কলেজ #দু'চোখ গায়েব