খেলাধুলা

অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপের বাছাইয়ে 'সি' গ্রুপে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

ছবি: সংগৃহীত

এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপের বাছাইপর্বের ড্র অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশে রয়েছে সি গ্রুপে। যেখানে তাদের প্রতিপক্ষ ২০১৮ সালের রানার্সআপ দল ভিয়েতনাম, ইয়েমেন ও সিঙ্গাপুর।

বৃহস্পতিবার (২৯ মে) মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত হয় বাছাইপর্বের ড্র।

এশিয়ার ৪৪ টি দলকে ১১ টি গ্রুপে ভাগ করা হয়। এই  ১১ গ্রপের চ্যাম্পিয়ন দল সরাসরি মূল পর্বে খেলার সুযোগ পাবে। পাশাপাশি ১১ গ্রুপের সেরা চার রানার্সআপও পাবে মূল পর্বের টিকিট।

গতবারের আসরে ভালো করতে পারেনি বাংলাদেশ। মালয়েশিয়ার কাছে ২-০ গোল, থাইল্যান্ডের কাছে ৩-০ গোলে হারে বাংলাদেশ। শেষ ম্যাচে ফিলিপাইনের বিপক্ষে ১-০ গোলের পরাজয়ে বিদায় নেয় লাল-সবুজের যুবারা।

আগামী ১ সেপ্টেম্বর থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত বাছাইপর্বের খেলা অনুষ্ঠিত হবে। আগামী বছরের জানুয়ারিতে সৌদি আরবে মূল পর্বের আয়োজন করা হবে।

বাংলাদেশ দলসহ সি গ্রুপের বাছাইপর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ভিয়েতনামে। 

এমএইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন #বাংলাদেশ #এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ