দেশজুড়ে

আবারও ৯ বাংলাদেশিকে পুশ ইন করেছে বিএসএফ

কুড়িগ্রাম উত্তর প্রতিনিধি

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে ৯ বাংলাদেশিকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষীবাহিনী বিএসএফ । এছাড়া রৌমারী সীমান্তে এলাকাবাসীর বাধায় পুশ ইনে ব্যর্থ হয়ে বিএসএফ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে বলে অভিযোগ করেছে স্থানীয়রা

বুধবার (২৮ মে) দিবাগত রাত তিনটায় ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের কাশিপুর ধর্মপুর সীমান্তে আন্তর্জাতিক মেইন পিলার ৯৪৩ এর পাশ থেকে ৮শ গজ দূরে এ ঘটনা ঘটে। লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদী ইমাম গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

বিজিবি জানায়, পুশ ইন করা ৯ বাংলাদেশিকে আটক করেছে তারা। পরে  তাদেরকে ফুলবাড়ী থানায় হস্তান্তর করা হয়

আটককৃতরা হলেন,ফুলবাড়ী উপজেলার বজরের খামার এলাকার মৃত ইসমাইল হোসেনের ছেলে বাহাদুর ইসলাম, আব্দুল হকের মেয়ে আমিরন বেগম, নচিয়তুল্লাহর মেয়ে মিনা বেগম, ওবায়দুল ইসলামের মেয় রুমি খাতুন, মোজাম্মেল হকের ছেলে আপেল মিয়া, আপেল মিয়ার ছেলে রিদয় ইসলাম, আমিনুল ইসলামের ছেলে নুর মোহাম্মদ, জয়নাল আবেদীনের মেয়ে জুই আক্তার ও মীম আক্তার।

এদিকে রৌমারী ইউনিয়নের ইউনিয়নের ৪ নং ওয়ার্ড ইউপি সদস্য শফিকুল ইসলাম জানান, বুধবার রাতে চান্দারচর সীমান্তের ১০৬৪ মেইন পিলারের কাছ দিয়ে ভারতের আসাম রাজ্যের শাহাপাড়া বিওপির বিএসএফ কয়েকজন নাগরিককে পুশ ইনের চেষ্টা করে। বিষয়টি টের পেয়ে  স্থানীয়রা সোরগোল বাধালে পুশ ইনে ব্যর্থ হয়ে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিএসএফ।

বিজিবির রৌমারী সদর কোম্পানি কমান্ডার সুবেদার সোহেল রানা জানান, সীমান্তের ওপারে বিএসএফের কয়েকটি গাড়ি কাঁটাতারের কাছে দেখা গেছে। এ নিয়ে বাংলাদেশের গ্রামবাসী হৈ-হুল্লোড় করে। পুশইন এর চেষ্টার ব্যাপারে ঠিক জানা যায়নি। সীমান্ত এলাকায় ২৪ ঘণ্টা টহল দিচ্ছে বিজিবি।

 

 আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #পুশ ইন