খেলাধুলা

বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের আম্পায়ারদের তালিকা প্রকাশ

স্পোর্টস ডেস্ক

ছবি: ফাইল

পবিত্র ঈদুল আজহা শেষে শ্রীলঙ্কার বিপক্ষে তিন সংস্করণের সিরিজ খেলবে বাংলাদেশ। শ্রীলঙ্কার মাটিতে ২ টেস্ট, ৩ ওয়ানডে ও ৩ টি-টোয়েন্টি খেলবে লাল-সবুজের দল। লম্বা এই সূচিতে ম্যাচ পরিচালনার দায়িত্বে যারা থাকবেন, তাদের তালিকা প্রকাশিত হয়েছে। সম্প্রতি ক্রিকেট (এসএলসি) থেকে আম্পায়ারদের নাম জানানো হয়।

এই তালিকায় ম্যাচ রেফারি হিসেবে আছেন আইসিসির এলিট প্যানেলের অভিজ্ঞ নাম অ্যান্ডি পাইক্রফট। এলিট প্যানেলের ৩ জন, আন্তর্জাতিক প্যানেলের ৪ জন আম্পায়ার বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজে দায়িত্ব পালন করবেন। আলাদা আলাদা সংস্করণে তাদের ভাগ করে দেওয়া হয়েছে।

দায়িত্বপ্রাপ্ত আম্পায়ার

এলিট প্যানেল :

রড টাকার টেস্ট সিরিজ

অ্যালেক্স ওয়ার্ফ টেস্ট ও ওয়ানডে সিরিজ

আল্লাহউদ্দিন প্যালেকার টেস্ট ও ওয়ানডে সিরিজ

ইন্টারন্যাশনাল প্যানেল :

রুচিরা পাল্লিয়াগুরুগে ওয়ানডে ও টি-টোয়েন্টি

রবীন্দ্র বিমালাসিরি টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি

লিন্ডন হ্যানিবাল ওয়ানডে ও টি-টোয়েন্টি

প্রাগীথ রামবুকুয়েলা টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি

বাংলাদেশ ও শ্রীলঙ্কার লড়াই টেস্ট সিরিজ দিয়ে শুরু হবে আগামী ১৭ জুন। এরপর ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল।

এমএইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন #বাংলাদেশ #শ্রীলঙ্কা #আম্পায়ার