আবহাওয়া

নিম্নচাপের জোয়ারের পানিতে ডুবে একজনের মৃত্যু

বায়ান্ন প্রতিবেদন

ছবি: প্রতীকী

বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে সৃষ্ট জোয়ারেরর পানিতে ডুবে দানু মিয়া (৪০) নামের একজন মারা গেছেন। আজ বৃহস্পতিবার (২৯মে) বেলা একটার দিকে কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীর কুতুবজোম ইউনিয়নের ঘটিভাঙা এলাকায় এই অপমৃত্যু হয়।  নিহত দানু মিয়ার বাবার নাম নুর হোসেন। 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, স্থানীয় ঘটিভাঙা বাজার থেকে বাড়ি ফেরার পথে দানু মিয়া জোয়ারের পানিতে ভেসে যান। পরে উপস্থিত লোকজন তাঁকে উদ্ধার করে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আবহাওয়া কর্মকর্তারা জানিয়েছেন, দুপুরে বৈরী আবহাওয়ার কারণে স্বাভাবিকের চেয়ে জোয়ারের পানি তিন থেকে চার চার ফুট বেড়ে যায়। একারণে কুতুবজোম, ধলঘাট ও মাতারবাড়ী ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হেদায়েত উল্লাহ জানিয়েছেন, বৈরী আবহাওয়ার প্রভাবে উপকূলীয় এলাকায় জোয়ারের পানি আগের চেয়ে বেড়েছে। 

 

এ সম্পর্কিত আরও পড়ুন #বঙ্গোপসাগরে #মারা গেছে