রাজনীতি

জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী আজ

সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী আজ শুক্রবার (৩০ মে)। ১৯৮১ সালের এই দিনে চট্টগ্রাম সার্কিট হাউসে এক বর্ণিল রাজনৈতিক ষড়যন্ত্রে তিনি নিহত হন।

সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী আজ শুক্রবার (৩০ মে)। ১৯৮১ সালের এই দিনে চট্টগ্রাম সার্কিট হাউসে দেশি-বিদেশি রাজনৈতিক ষড়যন্ত্রে তিনি নিহত হন।

১৯৭১ এর ২৬ মার্চ জিয়াউর রহমান মহান মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছিলেন। তিনি মুক্তিযুদ্ধে সেক্টর কমান্ডার ছিলেন। নেতৃত্ব দিয়েছেন জেড ফোর্সে। মুক্তযুদ্ধে সাহসী অবদানের কারণে ভূষিত হয়েছেন বীর উত্তম খেতাবে। বীর উত্তম বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বীরত্বের পুরস্কার।

রাষ্ট্রক্ষমতায় থাকাকালে তার হাতে গড়া বিএনপি দেশের অন্যতম প্রধান রাজনৈতিক শক্তিতে পরিণত হয়।

রাষ্ট্র পরিচালনার সময়ে খালকাটা কর্মসূচি, সবুজ বিপ্লব, শিল্পায়ন এবং আধুনিক অর্থনৈতিক কাঠামো গড়ে তোলার মধ্য দিয়ে জিয়াউর রহমান আত্মনির্ভর বাংলাদেশ গঠনের চেষ্টা চালান। নারী ও শিশু উন্নয়নেও তার পদক্ষেপ ছিল সময়োপযোগী ও যুগান্তকারী। সততা, কর্তব্যবোধ এবং দেশপ্রেমের জন্য তিনি অনেকের কাছে এখনো স্মরণীয়।

জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপি প্রতি বছর নানা কর্মসূচি পালন করে। এবারও দলটি টানা আটদিনব্যাপী নানা আয়োজন করেছে। ২৬ মে থেকে শুরু হওয়া এ কর্মসূচি চলবে ২ জুন পর্যন্ত। কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা, পোস্টার ও ক্রোড়পত্র প্রকাশ, কালো ব্যাজ ধারণ, পতাকা অর্ধনমিতকরণ, জিয়ার সমাধিতে ফুলেল শ্রদ্ধা ও দোয়া মাহফিল, দরিদ্রদের মাঝে খাবার ও পোশাক বিতরণ।

আজ সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশের অফিসে দলীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। উত্তোলন করা হয়েছে কালো পতাকা। নেতাকর্মীরা পরেছেন কালো ব্যাজ।

 

সকাল সাড়ে ১০টায় শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ, দুপুরে ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ বিএনপির উদ্যোগে বিভিন্ন স্থানে খাদ্য ও বস্ত্র বিতরণ করা হবে। এসব আয়োজনে দলের শীর্ষ নেতারাও উপস্থিত থাকবেন।

রাষ্ট্র পরিচালনার সময়ে খালকাটা কর্মসূচি, সবুজ বিপ্লব, শিল্পায়ন এবং আধুনিক অর্থনৈতিক কাঠামো গড়ে তোলার মধ্য দিয়ে জিয়াউর রহমান আত্মনির্ভর বাংলাদেশ গঠনের চেষ্টা চালান। নারী ও শিশু উন্নয়নেও তার পদক্ষেপ ছিল সময়োপযোগী ও যুগান্তকারী। সততা, কর্তব্যবোধ এবং দেশপ্রেমের জন্য তিনি অনেকের কাছে এখনো স্মরণীয়।

জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপি প্রতি বছর নানা কর্মসূচি পালন করে। এবারও দলটি টানা আটদিনব্যাপী নানা আয়োজন করেছে। ২৬ মে থেকে শুরু হওয়া এ কর্মসূচি চলবে ২ জুন পর্যন্ত। কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা, পোস্টার ও ক্রোড়পত্র প্রকাশ, কালো ব্যাজ ধারণ, পতাকা অর্ধনমিতকরণ, জিয়ার সমাধিতে ফুলেল শ্রদ্ধা ও দোয়া মাহফিল, দরিদ্রদের মাঝে খাবার ও পোশাক বিতরণ।

আজ সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশের অফিসে দলীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। উত্তোলন করা হয়েছে কালো পতাকা। নেতাকর্মীরা পরেছেন কালো ব্যাজ।

সকাল সাড়ে ১০টায় শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ, দুপুরে ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ বিএনপির উদ্যোগে বিভিন্ন স্থানে খাদ্য ও বস্ত্র বিতরণ করা হবে। এসব আয়োজনে দলের শীর্ষ নেতারাও উপস্থিত থাকবেন।

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #জিয়াউর রহমান #৪৪তম মৃত্যুবার্ষিকী #সাবেক রাষ্ট্রপতি #বিএনপির প্রতিষ্ঠাতা #বিএনপি