গেল ২৪ ঘণ্টায় ঢাকায় ১৯৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। নোয়াখালীর মাইজদীতে ২৮৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। গভীর নিম্নচাপ স্থলভাগে উঠে আসার পর দেশে মৌসুমের রেকর্ড বৃষ্টিপাত হয়েছে। দেশের বেশির ভাগ এলাকায় ভারী থেকে অতিভারী বর্ষণ হয়েছে।
শুক্রবার (৩০ মে) আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলামের সই করা এক আবহাওয়া বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া বার্তায় বলা হয়, সকাল ৬টা থেকে আগের ২৪ ঘণ্টায় ঢাকায় বৃষ্টিপাত হয়েছে ১৯৬ মিলিমিটার৷ আর দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে নোয়াখালীর মাইজদী কোর্টে ২৮৫ মিলিমিটার।
এছাড়া অন্যান্য স্থানেও অতিভারী বৃষ্টি হয়েছে। এর মধ্যে চাঁদপুরে ২৪২ মিলিমিটার, ফরিদপুরে ১৭১ মিলিমিটার, মাদারীপুরে ১৬০ মিলিমিটার, নিকলিতে ১৩১ মিলিমিটার, আরিচায় ১৩১ মিলিমিটার, নারায়ণগঞ্জে ১৬১ মিলিমিটার, বগুড়ায় ১১২ মিলিমিটার, নেত্রকোণায় ১০৪ মিলিমিটার, চট্টগ্রামে ১৬৪ মিলিমিটার, রাঙ্গামাটিতে ১৪০ মিলিমিটার, কুমিল্লায় ১৭৯ মিলিমিটার,ফেনীতে ১৬০ মিলিমিটার, বরিশালে ১৪১ মিলিমিটার, খেপুপাড়ায় ১৬০ মিলিমিটার বর্ষণ হয়েছে। এসব অঞ্চল ছাড়াও অন্যান্য স্থানে হালকা থেকে ভারী বৃষ্টি রেকর্ড করা হয়েছে।
আবহাওয়া বার্তায় আরও জানানো হয়েছে, নিম্নচাপ আজই আরও দুর্বল হয়ে পড়লে শনিবার (৩১ মে) থেকে বৃষ্টিপাত কমতে থাকবে। এছাড়া সোমবার থেকে বাড়তে পারে তাপমাত্রাও।
এমএ//