খেলাধুলা

বিসিবির কাউন্সিলর হয়েছেন আমিনুল, বিকেলে হতে পারেন সভাপতি

স্পোর্টস ডেস্ক

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) শীর্ষ পদ নিয়ে বেশ আলোচনা তৈরি হয়েছে। বৃহস্পতিবার (২৯ মে) বিসিবির ৮ পরিচালক ফারুক আহমেদের প্রতি অনাস্থা জানিয়ে চিঠি দেয় ক্রীড়া মন্ত্রণালয়ে। এরপর জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসএসি) থেকে ফারুকের পরিচালকের পদ বাতিল করা হয়। এতে নিয়ম অনুযায়ী, বিসিবির সভাপতির পদ শূন্য অবস্থায় রয়েছে।

শুক্রবার (৩০ মে) বিকেলে বিসিবির পরিচালনা পর্ষদের একটি সভা রয়েছে। যেখানে জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলামকে বোর্ড সভাপতি নির্বাচিত করা হতে পারে। গত রাতে আমিনুলকে এনএসসি কর্তৃক কাউন্সিলর মনোনীত করা হয়। যার অনুমোদন দিয়েছে বিসিবি।  

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে সম্প্রতি এক বৈঠক করেন ফারুক আহমেদ। যেখানে তাকে আর বোর্ড সভাপতি হিসেবে দেখতে না চাওয়ার কথা জানানো হয়। এরপর থেকেই ফারুকের পদত্যাগের গুঞ্জন ছড়িয়ে পড়ে। কিন্তু শেষপর্যন্ত আনুষ্ঠানিকভাবে পদত্যাগ না করলেও, সভাপতির দায়িত্বেও তিনি এখন নেই।

এমএইচ//

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন #জাতীয় ক্রীড়া পরিষদ #আমিনুল ইসলাম বুলবুল #ফারুক আহমেদ #বিসিবি