বাংলাদেশের ক্রিকেটপ্রেমী মানুষের চোখ এখন ক্রিকেট বোর্ডের দিকে। বিসিবি সভাপতির দায়িত্ব বদলের একটি আভাস সেখানে দেখা দিয়েছে। এরমধ্যে ফারুক আহমেদকে সরিয়ে দেওয়া হয়েছে এই দায়িত্ব থেকে। শুক্রবার (৩০ মে) বিকেলে বিসিবি পরিচালকদের এক সভা অনুষ্ঠিত হবে। যে সভায় জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলকে সভাপতি নির্বাচিত করার কথা শোনা যাচ্ছে।
এই সমস্ত বিষয় নিয়ে আরেক সাবেক অধিনায়ক তামিম ইকবাল গণমাধ্যমে কথা বলেছেন। ব্যক্তিগত কাজে পাকিস্তান গিয়ে সেখানে থাকা বাংলাদেশি সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তিনি। এরমধ্যে আজ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচটি খেলতে নামবে বাংলাদেশ ও পাকিস্তান।
তামিম জানান, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড, এটা হলো ক্রিকেটের বোর্ড একটা, ক্রিকেট বাদে সবকিছু হচ্ছে। কে আসবে, কে যাবে, কে সভাপতি হবে, কে হবে না, কে নির্বাচন করবে, কে করবে না। ঠিক আছে, এগুলো একটা অংশ। আজকে দেখেন বাংলাদেশ ক্রিকেটের প্রতি মানুষের আগ্রহ কমে আসছে। আমার কাছে মনে হয় কে সভাপতি হবে, এগুলো আমার বলাতে, না বলাতে কোনো কিছু যায় আসে না। আমি একটাই অনুরোধ করব, যারা আছেন বা যারা আসবেন, ক্রিকেটটা নিয়ে একটু ভাবেন। কারণ, ক্রিকেট তার আকর্ষণ হারাচ্ছে।’
তামিম পরামর্শ দিয়েছেন, ‘আপনার শুরুতে মেনে নিতে হবে আমরা ভুগছি। এরপর কীভাবে এখান থেকে এগিয়ে যেতে হবে, এটা নিয়ে ভাবেন। কে সভাপতি হবে, কাকে সভাপতি বানানো হচ্ছে, এগুলো আমার কাছে মনে হচ্ছে অগুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আমরা বেশি সিরিয়াস। ক্রিকেটে উন্নতি কীভাবে হবে, কীভাবে আমরা এগিয়ে যাব, এটা নিয়ে আমাদের কারও কোনো ভাবনা নাই।’
এমএইচ//