আন্তর্জাতিক

নাইজেরিয়ায় ভয়াবহ বৃষ্টিপাতে ঘরবাড়ি ধস, নিহত ২১

ছবি: সংগৃহীত

পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় ভয়াবহ বৃষ্টিপাতে অন্তত ২১ জন নিহত হয়েছেন। ভারী বর্ষণের ফলে ঘরবাড়ি ধসে পড়ায় এই প্রাণহানির ঘটনা ঘটে। এছাড়া নিখোঁজ রয়েছে আরও অনেকে। শুক্রবার (৩০ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স

প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (২৯ মে) নাইজেরিয়ার উত্তর-মধ্যাঞ্চলে টানা ভারী বৃষ্টিপাতে ঘরবাড়ি ধসে পড়ে অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও প্রায় এক ডজন মানুষ। দেশটির নাইজার স্টেট ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি (এনএসইএমএ) এই তথ্য জানিয়েছে।

এনএসইএমএ ইব্রাহিম হুসেইনি রয়টার্সকে জানিয়েছেন, প্রদেশের দুটি গ্রামে অন্তত ৫০টি বাড়ি পানিতে তলিয়ে গেছে। তিনি জানান, ‘এখন পর্যন্ত ২১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখনও ১০ জনের বেশি মানুষ নিখোঁজ রয়েছে। তাদের খোঁজে উদ্ধার অভিযান চলমান রয়েছে।‘

নাইজেরিয়ায় প্রতিবছর বর্ষা মৌসুমে বন্যার ঝুঁকি থাকে। এবারের বর্ষা এপ্রিল মাসে শুরু হয়েছে এবং শুরু থেকেই কিছু এলাকায় ভারী বৃষ্টিপাত হচ্ছে।

এর আগে ২০২২ সালে ভয়াবহ বন্যায় নাইজেরিয়ায় ৬০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারান, আর গৃহহীন হয়ে পড়েন বহু মানুষ।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #নাইজেরিয়া #বৃষ্টিপাত #ভারী বৃষ্টিপাত