বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি কিছুটা দুর্বল হয়ে স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। নিম্নচাপের প্রভাবে এখনও সাগর উত্তাল রয়েছে। এর প্রভাবে দেশজুড়ে চলছে বৃষ্টিপাত। সব বিভাগে জারি করা হয়েছে ভারি বৃষ্টির পূর্বাভাস।
শুক্রবার (৩০ মে) সকাল ৯ টায় স্থল নিম্নচাপটি টাঙ্গাইল ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম।
বিজ্ঞপ্তিতে বলা হয়, উত্তর উত্তরপূর্ব দিকে অগ্রসর ও দুর্বল হয়ে স্থল নিম্নচাপে পরিণত হয়ে টঙ্গাইল-গাজীপুর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তর দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে যেতে পারে।
গতকাল রাতে দেয়া আর এক বিবৃতিতে পরবর্তী ৪৮ ঘণ্টার জন্য ময়মনসিংহ, খুলন, বরিশাল, চট্রগ্রাম ও সিলেট বিভাগে। এবং পরবর্তী ২৪ ঘণ্টার জন্য রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের অনেক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।
আই/এ