দেশের আইনশৃঙ্খলা রক্ষায় গেল সাত দিনে রাজধানী ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে চালানো অভিযানে মোট ৩৯০ জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। বৃহস্পতিবার (২৯ মে) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ২২ মে থেকে ২৮ মে পর্যন্ত দেশজুড়ে সেনাবাহিনীর বিভিন্ন ইউনিট পুলিশের সঙ্গে সমন্বয় করে যৌথ অভিযান পরিচালনা করে।
এসব অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে হত্যা মামলার পলাতক আসামি, অবৈধ অস্ত্রধারী, চিহ্নিত সন্ত্রাসী, চোরাচালানকারী, কিশোর গ্যাং সদস্য, অপহরণকারী, ছিনতাইকারী, মাদক কারবারি ও নেশাগ্রস্ত ব্যক্তি রয়েছে। অভিযানে উদ্ধার করা হয় ২১টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ৯৯ রাউন্ড গুলি, ১৬টি ককটেল বোমা, বিপুল পরিমাণ মাদকদ্রব্য, দেশীয় অস্ত্র, মোটরসাইকেল, চোরাই মোবাইল ফোন, ওয়াকিটকি, পাসপোর্ট, জাল টাকা এবং নগদ অর্থ। গ্রেপ্তারকৃতদের আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশের সার্বিক নিরাপত্তা বজায় রাখতে সেনাবাহিনী নিয়মিত টহল ও নজরদারি চালিয়ে যাচ্ছে।শিল্পাঞ্চলগুলোতে শ্রমিক ও মালিকপক্ষের সঙ্গে সমঝোতার মাধ্যমে বেতন ও বোনাস পরিশোধ নিশ্চিত করার কাজেও তারা ভূমিকা রাখছে।
এছাড়া আগামী ঈদুল আজহা উপলক্ষে স্থায়ী ও অস্থায়ী পশুর হাটে নিরাপত্তা জোরদার করা হয়েছে। একই সঙ্গে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সড়কে যান চলাচল স্বাভাবিক রাখা এবং টিকিট কালোবাজারি ঠেকাতে চালানো হচ্ছে বিশেষ টহল।
সন্দেহজনক কোনও কিছু চোখে পড়লে নিকটবর্তী সেনা ক্যাম্পে তা দ্রুত জানানোর জন্য অনুরোধ করেছে আইএসপিআর।
এসকে//