আমিনুল ইসলাম বুলবুলকে আনুষ্ঠানিকভাবে বিসিবির পরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে। শুক্রবার (৩০ মে) বিকেলে তাকে বিসিবি পরিচালক করে এক প্রজ্ঞাপন জারি করে জাতীয় ক্রীড়া পরিষদ। এর আগে, বৃহস্পতিবার (২৯ মে) রাতে এক অনলাইন সভায় আমিনুল ইসলামকে কাউন্সিলর করা হয়।
আজ বিসিবির পরিচালক পর্ষদ এক সভার আয়োজন করেছে। যেখানে আমিনুল ইসলামকে বোর্ড সভাপতি করার ব্যাপারে সিদ্ধান্ত আসতে পারে। যার প্রেক্ষিতেই তাকে পরিচালক করে প্রজ্ঞাপন জারি করা হলো।
এর আগে, গতকাল বিসিবির ৮ পরিচালক বোর্ড সভাপতি হিসেবে ফারুক আহমেদের প্রতি অনাস্থা জানিয়ে চিঠি দেয় ক্রীড়া মন্ত্রণালয়ে। এরপর জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসএসি) থেকে ফারুকের পরিচালকের পদ বাতিল করা হয়। এতে নিয়ম অনুযায়ী, বিসিবির সভাপতির পদ শূন্য অবস্থায় রয়েছে।
এমএইচ//