দেশজুড়ে

ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ, হাতিয়ায় আতঙ্কিত ২০ হাজার পরিবার

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে অস্বাভাবিক জোয়ারে নোয়াখালীর হাতিয়ায় বেড়িবাঁধে ব্যাপক ক্ষতি হয়েছে। বেড়িবাঁধটি সম্পূর্ণভাবে ভেঙ্গে না গেলেও কয়েকটি এলাকায় এক তৃতীয়াংশ বাঁধ ভেঙে গেছে। 

আশঙ্কা করা হচ্ছে স্বাভাবিক জোয়ারেও যেকোনো সময় ভেঙে যেতে পারে বাঁধের বাকি অংশ। ফলে ঝুঁকির মুখে পড়েছে বেড়িবাঁধের ভেতরের বসবাস করা প্রায় বিশ হাজার পরিবার। 

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের ফলে গেল মঙ্গলবার (২৭ মে) রাত থেকে বৃহস্পতিবার (২৯ মে) রাত পর্যন্ত স্বাভাবিকের তুলনায় ৩/৪ ফুট উচ্চতায় জোয়ার হয়। সঙ্গে প্রচণ্ড ঝড়ো বাতাস ছিল। 

এসময় পূর্ব দিক থেকে ৩/৪ ফুট উচ্চতার জোয়ারের আঘাতে ক্ষতিগ্রস্ত হয় চরঈশ্বর ইউনিয়নের নলচিরা ঘাট থেকে বাংলা বাজার পর্যন্ত ৪ কিলোমিটার বেড়িবাঁধের প্রায় অর্ধেক। 

স্থানীয়রা জানিয়েছে, পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে গেল বছর ৪ কিলোমিটার এই বেড়িবাঁধটি নির্মাণ করা হয়। যার ফলে ঝড় জলোচ্ছ্বাস, জোয়ারের পানি থেকে রক্ষা পায় চরঈশ্বর ইউনিয়নের তালুকদার গ্রাম, বাদশা মিয়া হাজি গ্রাম, ৭ নং গ্রাম, হামিদুল্লাহ গ্রামসহ কয়েকটি গ্রামের প্রায় ২০ হাজার পরিবার।

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন গণমাধ্যমকে জানান, হাতিয়ায় সবচেয়ে বেশি বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে চরঈশ্বর ইউনিয়নের পূর্ব পাশে। এছাড়া নলচিরা ও সূখচর ইউনিয়নের বেড়িবাঁধ অনেক জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এগুলো মেরামতে পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #বঙ্গোপসাগর #হাতিয়া #বেড়িবাঁধ