আবহাওয়া

বজ্রের মৃদু গর্জনে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

বায়ান্ন প্রতিবেদন

আকাশের রং বদলাতে শুরু করেছে, মেঘের আড়ালে লুকিয়ে আছে ঝড়ের সুর। দেশের পাঁচ অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার শঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অফিস। সেইসঙ্গে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

শনিবার (৩১ মে) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য জারি করা এক সতর্কবার্তায় জানানো হয়, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

সেই সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এ কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #আবহাওয়া #ঝড়