সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজ হারের পর পাকিস্তানের বিপক্ষে প্রথম দুই টি-টোয়েন্টিতে হেরে সিরিজ হার নিশ্চিত হয়েছে বাংলাদেশের। এর ফলে আইসিসি টি-টোয়েন্টি র্যা র্যাংকিংয়ে আরও এক ধাপ পেছালো বাংলাদেশ। ৯ থেকে ১০–এ নেমে গেছে টাইগাররা।
এর আগে র্যাংকিংয়ের বার্ষিক হালনাগাদের পর ওয়ানডেতেও দেশ নেমে যায় বাংলাদেশ। টেস্টেও বাংলাদেশ আছে নবম স্থানে।
টানা চারটি টি-টোয়েন্টিতে হারার পর ৫ পয়েন্ট হারিয়েছে বাংলাদেশ। ২২৫ থেকে নেমে রেটিং পয়েন্ট এখন ২২০। ২২৩ পয়েন্ট নিয়ে থাকা আফগানিস্তান উঠে গেছে ওপরে। ২০২ পয়েন্ট নিয়ে বাংলাদেশের ঠিক পরেই আছে আয়ারল্যান্ড।