দেশজুড়ে

মিরপুরে ২ যুবককে পিটিয়ে হত্যা

রাজধানীর মিরপুরের দারুসসালামে দুই ‍যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহতরা আনুমানিক ২০ থেকে ২৫ বছর বয়সী। নিহতদের নাম-ঠিকানা জানাতে পারেনি পুলিশ। 

শনিবার (৩১ মে) দুপুর ১২টার দিকে দারুসসালামের আহমদ নগরের হাড্ডিপট্টি এলাকায় এ ঘটনা ঘটে।

দারুসসালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল হোসেন গণমাধ্যমকে বলেন, শনিবার দুপুরে সাড়ে ১২টার দিকে বেড়িবাঁধ আহমেদ নগর হাড্ডিপট্টি এলাকায় দুই যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। নিহতদের নাম-ঠিকানা জানার চেষ্টা করা হচ্ছে।

তিনি বলেন, ঘটনাস্থলে তিনিসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত আছেন। ঘটনার বিস্তারিত কারণ জানার চেষ্টা করা হচ্ছে।

আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে জানান ওসি রকিবুল হোসেন।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #মিরপুর #দারুসসালাম #হত্যা