আন্তর্জাতিক

হামাসের হামলায় হতাহত ১০ ইসরাইলি সেনা

আন্তর্জাতিক ডেস্ক

গাজা উপত্যকার দক্ষিণে খান ইউনুসে স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলায় ১০ জন ইসরাইলি সেনা হতাহত হয়েছেন। ফিলিস্তিনি ইসলামিক জিহাদ আন্দোলনের সামরিক শাখা কুদস ব্রিগেড শুক্রবার (৩০ মে) এ দাবি করেছে। 

ইরানি বার্তা সংস্থা মেহের নিউজ এজেন্সি জানায়, খান ইউনুস প্রতিরোধ গোষ্ঠীর হামলায় ১০ ইসরাইলি সেনা হতাহত হয়েছেন। তবে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি ইসরাইলের সামরিক বাহিনী ।

এদিকে গাজা উপত্যকায় ইসরাইলি বিমান হামলায় আরও ৭২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ২৭৮ জন। বৃহস্পতিবার (২৯ মে) সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত এসব হতাহতের ঘটনা ঘটে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এসব তথ্য জানিয়েছে।

শুক্রবার (৩০ মে) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘নিহত ও আহতের সংখ্যা আরও বেশি। কারণ অনেকেই ধ্বংসস্তূপে চাপা পড়ে আছেন। ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় অভিযান শুরু করে আইডিএফ।

শুক্রবারের অভিযানের পর গত দেড় বছরে উপত্যকায় মোট ৫৪ হাজার ৩২১ জন মারা গেছে। আহত হয়েছে ১ লাখ ২৩ হাজার ৭৭০ জন। 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #গাজা #হামাস #ইসরাইল #ফিলিস্তিন