আন্তর্জাতিক

বৈধ মর্যাদা বাতিল হচ্ছে ৫ লাখ মার্কিন অভিবাসীর

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: রয়টার্স

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনকে পাঁচ লাখের বেশি অভিবাসীর বৈধ মর্যাদা সাময়িকভাবে বাতিল করার অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। শুক্রবার (৩০ মে) দেওয়া এই রায়ের ফলে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের সময় চালু হওয়া 'প্যারোল' অভিবাসন কর্মসূচি বাতিলের বিরুদ্ধে দেওয়া এক ফেডারেল বিচারকের আদেশ স্থগিত হয়েছে। খবর বিবিসির।

রায়ের ফলে কিউবা, হাইতি, নিকারাগুয়া এবং ভেনেজুয়েলার প্রায় ৫ লাখ ৩০ হাজার অভিবাসী যুক্তরাষ্ট্র ছাড়ার ঝুঁকিতে পড়েছেন। রাজনৈতিক ও অর্থনৈতিক সঙ্কটের কারণে পালিয়ে এসব অভিবাসী যুক্তরাষ্ট্রে গিয়েছিলো। তাদেরকে অস্থায়ীভাবে বসবাস এবং কাজের অনুমতি দিয়েছিল সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন। 

যুক্তরাষ্ট্র সরকারের তথ্য অনুযায়ী, প্যারোল কর্মসূচি দুই বছরের জন্য মানবিক কারণে অথবা জনস্বার্থের জন্য অস্থায়ীভাবে অভিবাসীদের যুক্তরাষ্ট্রে থাকার অনুমতি দেয়। তবে ট্রাম্প প্রশাসন এই কর্মসূচি বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে ম্যাসাচুসেটসের এক ফেডারেল বিচারক স্থগিতাদেশ দিলে তারা সুপ্রিম কোর্টে আপিল করে।

সুপ্রিম কোর্টের এই রায়ে সন্তোষ জানিয়ে হোয়াইট হাউসের উপপ্রধান স্টিফেন বলেছেন, ৫ লাখ অনুপ্রবেশকারী বিতাড়নের সুযোগ পেয়ে তারা খুশি।' 

তবে সুপ্রিম কোর্টের রায়ে বিচারপতি কেতাঞ্জি ব্রাউন জ্যাকসন এবং সোনিয়া সোটোমেয়রসহ তিনজন উদারপন্থী বিচারক এ রায়ের বিরোধিতা করেছেন।

 

এ সম্পর্কিত আরও পড়ুন #মার্কিন যুক্তরাষ্ট্র #ট্রাম্প #ডোনাল্ড ট্রাম্প