জুলাই গণহত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের শুনানি আগামীকাল রোববার (১ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সরাসরি সম্প্রচার করা হবে। শনিবার (৩১ মে) বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামীম।
প্রসিকিউটর তামীম জানিয়েছেন, রোববার সকাল সাড়ে ৯টায় বিটিভির মাধ্যমে ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে শুনানির কোর্ট প্রসিডিংস সরাসরি সম্প্রচার করা হবে। এদিন এই মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ও তা আমলে নেয়ার শুনানি হবে।
সরাসরি সম্প্রচারের মাধ্যমে জনগণ এ শুনানির কার্যক্রম সম্পর্কে সঠিক তথ্য জানতে পারবে বলেও জানান তিনি।
এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও আরও দুইজন আসামি রয়েছেন। তারা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।
এর আগে আন্তর্জাতিক গুম সপ্তাহ উপলক্ষে শনিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সেমিনারে চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম জানান, জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক পুলিশ প্রধান (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে।
চিফ প্রসিকিউটর বলেন, জুলাই-আগস্টের হত্যাকাণ্ডের বিচার ডিসেম্বরের মধ্যেই দৃশ্যমান হবে। তিনি আশ্বস্ত করে বলেন, বিচার প্রক্রিয়া হবে এমনই স্বচ্ছ ও নিরপেক্ষ, যাতে কেউ কোনোভাবেই এর নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলতে না পারে।
এসি//