কক্সবাজারের টেকনাফে পুকুরে তল্লাশি চালিয়ে ১০টি হ্যান্ড গ্রেনেডসহ গুলি ও মদ উদ্ধার করা হয়েছে।
শনিবার (৩১ মে) সকালে কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানকালে উপজেলার হ্নীলা ইউনিয়নের দমদমিয়া নেচার পার্কের ভেতরের একটি পুকুরে এসব জব্দ করা হয়। কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় পুকুরে তল্লাশি চালিয়ে একটি বস্তা পাওয়া যায়। এতে ছিল ১০টি হ্যান্ড গ্রেনেড, গ্রেনেডের ১০টি ডেটোনেটর। এছাড়া পুকুর পাড়ে পরিত্যক্ত অবস্থায় রাইফেলের ২৭টি ও পিস্তলের দুটি গুলি এবং দুই লিটার বাংলা মদ পাওয়া যায়।
অভিযানকালে যৌথ বাহিনীর সদস্যদের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আই/এ