হাইকোর্টের রায়ে বাতিল হওয়া জামায়াতে ইসলামীর নিবন্ধন ফিরিয়ে দিতে নির্দেশ দিয়েছে আপিল বিভাগ। রোববার (১ জুন) নির্বাচন কমিশনকে অবিলম্বে এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে।
এদিকে এ রায়ের পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নেতাকর্মীদের উচ্ছ্বাস এবং মিছিল না করার আহ্বান জানান জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
পাঠকদের সুবিধার্থে তার ফেসবিক পোস্টটি হুবহু তুলে ধরা হলো
আবারও প্রিয় সহকর্মীদের প্রতি আহ্বান— আসুন, উচ্ছ্বাস নয়, মিছিল নয়, শ্লোগান নয়।
নতশিরে রাব্বুল ইজ্জতের শুকরিয়া আদায় করি, তাঁর পবিত্রতা ঘোষণা করি এবং তাঁর নামে তাকবির পেশ করি।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আগাগোড়া তাঁর করুণা-সিক্ত করে রাখুন। আমিন।
এমএ//