টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে সিলেট বিভাগের নদী ও হাওরের পানি দ্রুত বাড়ছে। এরমধ্যে সুরমা ও কুশিয়ারা, মনু ও খোয়াই নদীর ৬ পয়েন্ট দিয়ে পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
রোববার (১ জুন) বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বিষয়টি নিশ্চিত করেছে।
পাউবো জানায়, এর মধ্যে সিলেট জেলার কানাইঘাট উপজেলায় সুরমা নদীর পানি বিপৎসীমার ৮৩ সে.মি. ওপর দিয়ে, বিয়ানী বাজার উপজেলার শেওলা পয়েন্ট দিয়ে কুশিয়ারা নদীর পানি বিপৎসীমার ১৯ সে.মি. ওপর দিয়ে এবং জকিগঞ্জ উপজেলায় অমলশীদ পয়েন্ট দিয়ে কুশিয়ারা নদীর পানি বিপৎসীমার ১৪৩ সে.মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
এছাড়া মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় মনু নদের পানি বিপৎসীমার ৮ সে.মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। রাজনগর উপজেলার কামার চক পয়েন্ট দিয়ে মনু নদের পানি বিপৎসীমার ২৯ সে.মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। হবিগঞ্জ জেলার চুনারঘাট উপজেলার আহমাদাবাদ পয়েন্টে খোয়াই নদীর পানি বিপৎসীমার ২০ সে.মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ শাহ মো. সজীব হোসাইন জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় সিলেটে ৪০৪ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। রোববার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ১৪ মিলিমিটার ও ৯টা থেকে ১২টা পর্যন্ত ১৩ দশমিক ৬ ও ১২টা থেকে ৩টা পর্যন্ত ২ দশমিক ২ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
আই/এ