দেশজুড়ে

হাসপাতালে এইচআইভি আক্রান্ত প্রসূতির অস্ত্রোপচার

বায়ান্ন প্রতিবেদন

ছবি: সংগৃহীত

যশোর জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ মানবিক কারণে এইচআইভি আক্রান্ত এক অন্তঃসত্ত্বার অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নিয়েছে। রোববার (০১ মে) সকাল ১০টার দিকে গাইনি বিভাগের তিন চিকিৎসকের একটি দল এই অস্ত্রোপচারে অংশ নেয়।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হোসাইন সাফায়েত বলেন, যদিও এইচআইভি ভাইরাসের কারণে সংক্রমণ ঝুঁকি ছিল। তবুও রোগী ও তার সন্তানের স্বার্থে আমরা মানবিক দৃষ্টিকোণ থেকে অস্ত্রোপচারটি করার সিদ্ধান্ত নিয়েছি। এই রোগী তিন মাস আগে এইচআইভি আক্রান্ত হন,যখন তিনি ছয় মাসের গর্ভবতী ছিলেন। বর্তমানে তার অস্ত্রোপচার প্রয়োজন ছিল। তবে এই রোগীকে অস্ত্রোপচার করতে হলে হাসপাতালের অপারেশন থিয়েটার ৩ দিনের জন্য বন্ধ রাখতে হত, যা অন্যান্য রোগীদের জন্য সমস্যা তৈরি করত।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিদিন এখানে ১৫ থেকে ২০টি প্রসব এবং অন্যান্য অস্ত্রোপচার করা হয়। সেক্ষেত্রে এইচআইভি আক্রান্ত রোগীর অস্ত্রোপচার অন্যান্য রোগীদের জন্য সংক্রমণের ঝুঁকি বাড়াতে পারে।

অন্যদিকে কিছু চিকিৎসক মনে করেন, এই রোগীকে অন্য হাসপাতালে স্থানান্তর করা উচিত ছিল, যেখানে তার নিরাপত্তা নিশ্চিত করা যেত। কিন্তু আর্থিক অসচ্ছলতার কারণে তা আর সম্ভব হয়নি।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হোসাইন সাফায়েত আরও জানিছেন, হাসপাতালের কেবিনের সংকট ও রোগীদের সংখ্যা বেশি থাকায় এই ধরনের ঝুঁকিপূর্ণ রোগীকে এখানে রাখা নিরাপদ ছিল না। 

তিনি বলেন,  এই ধরনের রোগীদের জন্য এবং এমন পরিস্থিতিতে খুলনায় একটি বিশেষায়িত কেন্দ্র প্রয়োজন।

এসকে// 

 

এ সম্পর্কিত আরও পড়ুন #যশোর #এইচআইভি