দেশজুড়ে

ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা অচেতন; ভেতরে ভাঙচুর!

বায়ান্ন প্রতিবেদন

কিশোরগঞ্জের কুলিয়ারচরে একটি ব্যাংকে রহস্যজনক ঘটনা ঘটেছে। ব্যাংকটির ছয় জন কর্মকর্তা-কর্মচারী হঠাৎ অসুস্থ হয়ে বমি করতে থাকেন। ব্যাংকের নাম আইএফআইসি। কুলিয়ারচর শাখায় রোববার (০১ জুন) দুপুরে এই ঘটনা ঘটেছে। কুলিয়ারচরের থানা সড়কের হাবিব কমপ্লেক্সের দ্বিতীয় তলায় ব্যাংকটির অবস্থান।

স্থানীয়রা জানান, সেখানে ছয় জন কর্মকর্তা-কর্মচারী দায়িত্ব পালন করেন। আজ রোববার (১জুন) দুপুর একটার দিকে কয়েকজন গ্রাহক ব্যাংকে গিয়ে দেখেন প্রধান ফটকের সামনে একজন পড়ে আছেন। ভেতরে অন্যরাও যার যার অবস্থানে পড়ে আছেন। তারা সবাই বমি করছিলেন। পরে তারা পুলিশকে খবর দেন। পুলিশ গিয়ে দেখে ক্যাশ কাউন্টারের সামনের কাঁচ ভাঙা।পরে অসুস্থ অবস্থায় শাখা ব্যবস্থাপক সৌমিক জামান খান ও নিরাপত্তাকর্মী কামাল হোসেনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। অন্যদের নেওয়া হয় জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে। ব্যবস্থাপক ও নিরাপত্তাকর্মীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আদনান আক্তার বলেছেন, দুজনের মধ্যে ব্যবস্থাপক অচেতন ছিলেন। হাসপাতালে আনার পর দুজনই বমি করেন। তাদের ধারণা, বিশেষ ওষুধ প্রয়োগ করে তাদের অচেতন করা হয়ে থাকতে পারে।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলালউদ্দিন। তিনি বলেন, কারা, কেন এবং কীভাবে ঘটনা ঘটিয়েছে, তা তদন্ত চলছে।

প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, শাখাটিতে কোনো অপরাধীচক্র চেতনানাশক প্রয়োগ করে ব্যাংক লুটের চেস্টা করেছে।

এ সম্পর্কিত আরও পড়ুন #আইএফআইসি #কিশোরগঞ্জ