তাইওয়ান প্রশ্নে যুক্তরাষ্ট্রকে আগুন নিয়ে খেলা করতে নিষেধ করেছে চীন। শনিবার সিঙ্গাপুরে শাংগ্রি-লা নিরাপত্তা সম্মেলনে যোগ দেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।
সেখানে তিনি চীনকে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য একটি হুমকি বলে মন্তব্য করেন। এছাড়া সামরিক শক্তির মাধ্যমে চীন তাইওয়ান আক্রমণ করতে চায় বলে অভিযোগ করেন তিনি। আর হেগসেথের এমন মন্তব্যের পরেই ওয়াশিংটনকে হুঁশিয়ারি দিলো বেইজিং।
পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলছে, চীনকে দমাতে তাইওয়ানকে দর কষাকষির উপাদান হিসেবে ব্যবহার করা, এমন কোন ভ্রান্ত ধারণাকে যুক্তরাষ্ট্রের প্রশ্রয় দেয়া ও আগুন নিয়ে খেলা করা উচিত না।
যুক্তরাষ্ট্রকে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের একটি ‘সত্যিকারের অস্থিতিশীল’ শক্তি আখ্যায়িত করে বেইজিং আরও বলছে, ওয়াশিংটন দক্ষিণ চীন সাগরে ক্ষতিকর অস্ত্র মোতায়েন করে আঞ্চলিক উত্তেজনাকে বাড়িয়ে দিচ্ছে।
এনএস/