ফ্রান্সের প্যারিসে চ্যাম্পিয়ন্স লিগে পিএসজি’র ঐতিহাসিক জয় উদযাপনকালে সহিংসতায় দু’জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১৯২ জন। পাশাপাশি ৫৫৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (০২ জুন) ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (৩১ মে) রাতে পিএসজি প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জেতার পর শহরের বিভিন্ন এলাকায় উৎসবের সময় উত্তেজনা সৃষ্টি হয়। পিএসজি ইতালির ক্লাব ইন্টার মিলানকে পরাজিত করে ফাইনাল জয়ী হয়। আর এরপরই শুরু হয় উল্লাস। তবে উদযাপনের একসময় পুলিশের সাথে সংঘর্ষে পরিণত হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্যারিসের প্রায় ৪৯১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ৩২০ জনকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। যার মধ্যে ২৫৪ জনই প্যারিসের অধিবাসী। সহিংসতায় ২২ জন নিরাপত্তা কর্মী ও ৭ জন দমকলকর্মী আহত হয়েছেন।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, সংঘর্ষের সময় চ্যাম্পস এলিসেস সড়কে বেশ কয়েকটি বাস স্টপেজ ভাঙচুর করা হয়। এ ঘটনায় দাঙ্গা পুলিশকে লক্ষ্য করে পাথর ও অন্যান্য বস্তু ছোড়া হয়। এছাড়া শতাধিক গাড়ি পুড়িয়ে দেয়া হয়েছে এবং সারা শহরে একাধিক স্থানে আগুন লাগানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করেছে।
এসকে//