জাতীয়

আজ ঘোষণা হবে দেশের ৫৫তম বাজেট

বায়ান্ন প্রতিবেদন

আগামী অর্থবছর ২০২৫-২৬ এর জন্য বাজেট ঘোষণা আসতে যাচ্ছে। সোমবার (২ জুন) বিকেলে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এই বাজেট পেশ করা হবে।

দেশের ৫৫তম বাজেট হতে যাচ্ছে এটি। বাজেট উপস্থাপন করবেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারে বিকেল ৩ টায় পূর্ব-ধারণকৃত বাজেট বক্তৃতাটি পেশ করা হবে।

অর্থ মন্ত্রণালয় সূত্র বলছে, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণসহ সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে চলতি বাজেটের চেয়েও ছোট বাজেট দেওয়া হবে। আগামী ২০২৫–২৬ অর্থবছর সরকারি ব্যয় ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। যা চলতি বাজেটের চেয়ে ৭ হাজার কোটি টাকা কম।

আসন্ন বাজেটে মূল্যস্ফীতি কমানোর প্রতিশ্রুতি রক্ষা হবে মূল চ্যালেঞ্জ। এছাড়াও রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা অর্জন, তুন কর্মসংস্থান সৃষ্টি, এফডিআই আকর্ষণ, ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি, কর পরিপালন ঘাটতি কমানো, ভ্যাটের হিসাব ব্যবস্থা সহজীকরণের ওপর জোর দেয়া হবে।

চলতি অর্থবছর অর্থাৎ ২০২৪-২৫ এ বাজেট ঘোষণা করা হয়েছিল  ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা।

এমএইচ//

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন #বাজেট #২০২৪-২৫ অর্থবছর