অর্থনীতি

নতুন বাজেটে অনলাইন কেনাকাটায় গুণতে হবে বাড়তি টাকা

বায়ান্ন প্রতিবেদন

ঘরে বসেই অনলাইন মার্কেটপ্লেসের মাধ্যমে বিভিন্ন দোকান ঘুরে দেখা, পণ্যের দাম তুলনা করা এবং নিজের সুবিধামতো সময় বেছে নিয়ে কেনাকাটা করার সুযোগ পাচ্ছেন ক্রেতারা। এ কারণে অনলাইন প্ল্যাটফর্মে কেনাকাটার প্রতি সাধারণ মানুষের আগ্রহ ক্রমেই বাড়ছে।

তবে আগামী অর্থবছর থেকে অনলাইনে কেনাকাটা করতে গিয়ে ভোক্তাদের খরচ কিছুটা বেড়ে যেতে পারে।

কারণ ই-কমার্সে পণ্য বিক্রির ক্ষেত্রে প্ল্যাটফর্মগুলোর নেওয়া কমিশনের ওপর ভ্যাট হার ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করার প্রস্তাব দেওয়া হয়েছে।

সোমবার (০২ জুন) বিকেল ৩টায় বাজেট ঘোষণার সময় এ প্রস্তাব দেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ।

লিখিত বক্তব্যে অর্থ উপদেষ্টা বলেন, অনলাইনে পণ্য বিক্রয়ে কমিশনের ওপর ভ্যাটের হার ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এতে ই-কর্মাস ব্যবসায়ীদের ওপর নেগেটিভ প্রভাব পড়বে বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা। তারা জানান, এই প্রস্তাবে নতুন নতুন উদ্যোক্তা তৈরিতে বাধা পড়বে।

 

এসি//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #অনলাইন মার্কেট #বাজেট