পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় মোটরসাইকেলে বিদেশি মদ নিয়ে যাওয়ার সময় ট্রাকের ধাক্কায় আফরোজ হোসেন (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এসময় মোজাম্মেল হক (২৪) নামে অপর এক যুবক আহত হয়ে হয়েছেন।
রোববার (১ জুন) রাতে উপজেলার ভাউলাগঞ্জ-দেবীগঞ্জ আঞ্চলিক সড়কে রামগঞ্জ বিলাসী চর তিস্তার পাড়া মোড়ে এই দুর্ঘটনা। দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বিষয়টি নিশ্চিত করছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বোদা উপজেলার বড় শশী ইউনিয়ন থেকে একটি ব্যাগে করে বিদেশি মদ বহন করছিল ওই দুই যুবক। পরে তারা ভাউলাগঞ্জ-দেবীগঞ্জ আঞ্চলিক সড়কের রামগঞ্জ বিলাসী চর তিস্তার পাড়া মোড়ে আসলে ভাউলাগঞ্জ গামী একটি ট্রাক তাদের ধাক্কা দিলে সড়কের উপর ছিটকে পড়েন তারা। এসময় তাদের ব্যাগে থাকা বিদেশি মদের বোতল গুলো ভেঙে যায়। তবে একটি বোতল অক্ষত ছিল।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে আফরোজের শারিরীক অবস্থা আশঙ্কাজনক হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করেন। হাসপাতাল নেয়ার পথে আফরোজের মৃত্যু হয়।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, ওই দুই যুবকের ব্যাগে থাকা বিদেশি মদের বোতল ভেঙ্গে যাওয়ায় তারা গুরুতর আহত হন। পরে একজনের মৃত্যু হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
নিহত আফরোজ হোসেনের বাড়ি নীলফামারী জেলার সৈয়দপুর পৌরসভার এলাকায়। তিনি ওই এলাকার ফিরোজ হোসেনের ছেলে। আফরোজ নয়াবাজার সৈয়দপুর প্লাজার ২য় তলার লোটো শোরুমের সামনে মোবাইল ও ইলেকট্রনিকস পণ্যের ব্যবসা করেন।
আহত মোজাম্মেলের বাড়ি সৈয়দপুর পৌরসভার পুরাতন বাবু পাড়া এলাকায়। তিনি ওই এলাকার চাঁন মিয়ার ছেলে।
আই/এ