আন্তর্জাতিক

এবার রাশিয়ার কৌশলগত কার্চ ব্রিজে ইউক্রেনের হামলা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রিমিয়াকে রাশিয়ার সঙ্গে যুক্তকারী কার্চ সেতু।

রাশিয়াকে ক্রিমিয়ার সঙ্গে যুক্তকারী কৌশলগত কার্চ সেতুতে মঙ্গলবার হামলা করেছে ইউক্রেন। ১ হাজার ১০০ কেজি বিস্ফোরক দিয়ে সেতুটির পিলারে এই হামলা করা হয়।     

ইউক্রেনের সিকিউরিটি সার্ভিস, এসবিইউ’র বিবৃতির বরাতে সংবাদমাধ্যম আল জাজিরা এই তথ্য দিয়েছে।

এসবিইউ বলছে, এর আগে, তারা সেতুটিতে ২০২২ ও ২০২৩ সালে হামলা চালায়। আজ মঙ্গলবার আবারও সেতুটির পিলারে হামলা করা হয়েছে। এতে সেতুটি এখন কার্যত ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে।

রাশিয়ার সামরিক ব্লগাররা বলছেন, সামুদ্রিক ড্রোন দিয়ে চালানো ইউক্রেনের এই হামলা বর্থ্য হয়েছে।

তবে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সেতুটি নিয়ে প্রতিদিন তথ্য প্রদানকারী রাশিয়ার একটি সংস্থা বলছে, স্থানীয় সময় ভোর ৪টা থেকে সকাল ৭টা পর্যন্ত সেতুটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিলো। তবে এ বন্ধ রাখার কোন কারণ জানানো হয়নি। 

১৯ কিলোমিটার দীর্ঘ কার্চ সেতুটি রাশিয়ায় সঙ্গে ক্রিমিয়া উপত্যকার যোগাযোগের একমাত্র মাধ্যম। ২০১৪ সালে ক্রিমিয়াকে দখল করার পর সেতুটির নিয়ন্ত্রণ নেয় রাশিয়া।

 

 এনএস/ 

এ সম্পর্কিত আরও পড়ুন #কার্চ সেতু #ক্রিমিয়া #রাশিয়া #ইউক্রেন