স্বাস্থ্য

দেশে নতুন করে বাড়ছে করোনার প্রকোপ, একদিনে আক্রান্ত ৯ জন

দেশে আবারও বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। সর্বশেষ ২৪ ঘণ্টায় মাত্র ৪০টি নমুনা পরীক্ষায় ৯ জনের শরীরে ভাইরাসটি ধরা পড়েছে। এতে শনাক্তের হার দাঁড়িয়েছে ২২.৫০ শতাংশে। এর মধ্যে ঢাকায় ৫ জন এবং রাজশাহীতে ৪ জন রয়েছে। মঙ্গলবার (৩ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশে এখন পর্যন্ত মোট ২০ লাখ ৫১ হাজার ৭২৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। নতুন করে শনাক্ত হয়েছেন ৯ জন, একই সময়ে সুস্থ হয়েছেন ২ জন। সব মিলিয়ে সুস্থতার সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ১৯ হাজার ৩৫৪ জনে।

দেশে এখন পর্যন্ত ১ কোটি ৫৭ লাখ ২৬ হাজার ১৭১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। মোট শনাক্তের হার ১৩.০৫ শতাংশ, আর সুস্থতার হার ৯৮.৪২ শতাংশ।

গেল ২৪ ঘণ্টায় করোনায় কারও মৃত্যু হয়নি। মোট মৃত্যুর সংখ্যা অপরিবর্তিত রয়েছে। এখন পর্যন্ত করোনায় মৃত্য হয়েছে ২৪ হাজার ৪৯৯ জনের। মোট মৃত্যুহার ১.৪৪ শতাংশ।

উল্লেখ্য, এর আগে গতকাল সোমবার (০২ জুন) ২৮টি নমুনা পরীক্ষায় ১৪ জনের করোনা শনাক্ত হয়েছিল।

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #করোনা #করোনাভাইরাস #কভিড-১৯