দেশজুড়ে

বেসিনের নিচে চাপা পড়ে দুই শিশুর মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জে করোনাকালীন সময়ে নির্মিত একটি ইটের বেসিন ধ্বসে নিচে চাপা পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুরা হলো সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নের চর শৈলাবাড়ি গ্রামের ফরিদুল ইসলামের ছেলে রায়হান এবং একই গ্রামের সজিব শেখের মেয়ে সুমি। আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে মেনহাজের ছেলে আবির ও সামিদুলের মেয়ে সানজিদা।

রোববার (২৫ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার শালুয়াভিটা হাট এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ দুপুরে শালুয়াভিটা হাটে চার শিশু খেলাধুলা করছিল। একপর্যায়ে তারা হাটের ভেতরে থাকা  হাত ধোয়ার ইটের বেসিনটির ওপর উঠে পড়ে। খেলতে খেলতেই হঠাৎ করে বেসিনটি ধ্বসে গেলে চার শিশুই নিচে চাপা পড়ে যায়।

শিশুদের চিৎকারে আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে উদ্ধার কাজ শুরু করেন। পরে তাদের সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে

আই/এ

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন #সিরাজগঞ্জ