ঈদ উপলক্ষে বাড়ি ফেরা মানুষের ঢলে সরব হয়ে উঠেছে দেশের অন্যতম ব্যস্ততম মহাসড়ক ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু রুট। ভোর থেকে রাত অবিরাম চলছে যানবাহন। এই চাপ সামাল দিতে প্রস্তুত আছে সেতু কর্তৃপক্ষও। সাম্প্রতিক হিসাব বলছে, একদিনেই যমুনা সেতু পার হয়েছে ৩৩ হাজার ৫৬৪টি যানবাহন। এতে সেতু কর্তৃপক্ষের রাজস্ব ঘরে জমা পড়েছে ২ কোটি ৮৬ লাখ ৬৩ হাজার ৯০০ টাকা।
যমুনা সেতু সাইট অফিসের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
সেতু কর্তৃপক্ষ জানান, সোমবার (০৯ জুন) মধ্যরাত থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় পার হয়েছে অনেক যানবাহন। এর মধ্যে উত্তরবঙ্গমুখী গাড়ির সংখ্যা ১৭ হাজার ৬৫৭টি, যেগুলো থেকে আদায় হয়েছে ১ কোটি ৪৪ লাখ ৮২ হাজার ৮৫০ টাকা। ঢাকামুখী গাড়ির সংখ্যা ১৫ হাজার ৯০৭টি, যেগুলোর বিপরীতে আদায় হয়েছে ১ কোটি ৪১ লাখ ৮১ হাজার ৫০ টাকা। তবে যানচাপ বাড়লেও যানজটের দৃশ্য দেখা যায়নি।
নির্বাহী প্রকৌশলীর মতে, চাপ নিয়ন্ত্রণে রাখা হয়েছে ১৮টি টোল বুথ। মোটরসাইকেল চলাচলের জন্যও চালু রয়েছে পৃথক বুথ। দুর্ঘটনা মোকাবিলায় রয়েছে দুটি রেকার, আর সার্বক্ষণিক ক্যামেরায় চলছে নজরদারি।
এদিকে মহাসড়কে নিরাপত্তা ও যান চলাচল নির্বিঘ্ন রাখতে কাজ করছে হাইওয়ে পুলিশ। এলেঙ্গা হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ শরীফ বলেন, রাত-দিন আমরা রাস্তায় আছি। যানবাহনের চাপ থাকলেও কোথাও দীর্ঘ যানজট নেই। যাত্রীরা যেন নিরাপদে বাড়ি পৌঁছাতে পারেন, সেটা নিশ্চিত করতেই আমরা মাঠে আছি।
এসকে//