প্রথমবারের মতো বাংলাদেশের হয়ে খেলতে দেশে এসেছেন শমিত সোম। বুধবার (৪ জুন) ভোর ৫ টা ১০ মিনিটে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় এসে নামেন শমিত।
আজ ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এই ম্যাচে শমিতকে না রাখার সিদ্ধান্ত হয়েছে। মূলত ভ্রমণ-ক্লান্তির কারণেই এমন সিদ্ধান্ত হয়েছে বলে জানা যায়।
শমিত কানাডা জাতীয় দলে খেলেছেন। তিনি বর্তমানে কানাডিয়ান প্রিমিয়ার লিগের দল ক্যাভালরি এফসিতে খেলেন। গত ৫ মে বাংলাদেশের পাসপোর্ট হাতে পেয়েছেন শমিত। এরপর ৬ মে ফিফা থেকেও মিলেছে ছাড়পত্র।
সব ঠিক থাকলে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে অভিষেক হবে শমিতের। ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ১০ জুন।
এমএইচ//