দেশজুড়ে

ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল

বায়ান্ন প্রতিবেদন

ছবি: বায়ান্ন টিভি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী বৃহস্পতিবার (০৫ জুন) থেকে শুরু হচ্ছে সরকারি ছুটি। এ সময় মেট্রোরেল চলাচলে আনা হয়েছে বিশেষ নির্দেশনা।

মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদের দিন মেট্রোরেল বন্ধ থাকবে। তবে ঈদের অন্যান্য ছুটির দিনগুলোতে মেট্রোরেল নির্ধারিত সময়সূচি অনুযায়ী চালু থাকবে।

মঙ্গলবার (০৩ জুন) ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম স্বাক্ষরিত এক অফিস আদেশে জানানো হয়েছে এ তথ্য।

ডিএমটিসিএল জানিয়েছে, শনিবার (৭ জুন) ঈদুল আজহা উপলক্ষে মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। তবে ঈদের পরদিন অর্থাৎ, রোববার (৮ জুন) সকাল ৮টা থেকে ৩০ মিনিট পর পর চলবে মেট্রোরেল।

এছাড়া আগামী ৯ জুন থেকে সরকারি ছুটির দিনের সময়সূচি অনুযায়ী চলাচল করবে মেট্রোরেল।

 

এ সম্পর্কিত আরও পড়ুন #ঈদুল আজহা #মেট্রোরেল