আন্তর্জাতিক

ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনায় দ্রুত অগ্রগতি হবে না, সতর্কতা রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনায় দ্রুত কোনো অগ্রগতি হবে না। এমন বার্তা জানিয়েছেন, রুশ প্রেসিডেন্ট পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। তিনি বলেছেন, সমাধানের সঙ্গে অনেক সূক্ষ্ম বিষয় জড়িত। ‘তাৎক্ষণিক কোনো সমাধান বা উল্লেখযোগ্য অগ্রগতি প্রত্যাশা করাটা ঠিক হবে না।’ 

এদিকে, তুরস্কের ইস্তান্বুলে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনায় ইউক্রেনের পক্ষ থেকে পূর্ণ ও নিঃশর্ত যুদ্ধবিরতির আহ্বান প্রত্যাখ্যান করেছে মস্কো। ইরানি সংবাদমাধ্যম মেহের নিউজ এসব তথ্য জানিয়েছে।  

এদিকে তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত ইউক্রেন ও রাশিয়ার মধ্যে শান্তি আলোচনায় কোনো অগ্রগতি না হওয়ায় বেশ হতাশ হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনটি জানিয়েছে হোয়াইট হাউস। 

স্থানীয় সময় মঙ্গলবার প্রেস ব্রিফিংয়ে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট জানান, ইউক্রেনের ড্রোন হামলার বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্প আগে থেকে জানতেন না। তবে ইউক্রেন যুদ্ধের শান্তিপূর্ণ সমাধান নিয়ে তিনি এখনো আশাবাদী। প্রয়োজনে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে প্রস্তুত প্রেসিডেন্ট ট্রাম্প । 

 

এ সম্পর্কিত আরও পড়ুন #ইউক্রেন #রাশিয়া #পুতিন #ট্রাম্প