ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় সকালবেলা দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন চারজন। আহত হয়েছেন আরও ১৫ জন। উপজেলার পশ্চিম তালদিঘি এলাকায় এই ঘটনা ঘটে।
শুক্রবার (৬ জুন) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. টিপু সুলতান।
তিনি বলেন, সকাল ৮টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা মসজিদের গায়ে সোজা গিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই বাবা ও ছেলে মারা যান। তারা ওই বাসের যাত্রী ছিলেন। নিহতরা হলেন নারায়ণগঞ্জের সানারপাড় এলাকার বাসিন্দা মো. পারভেজ মিয়া (৩৫) এবং তার ছেলে মো.হাসান মিয়া (০৮)। এই ঘটনায় আহত আরও ১৫ জন যাত্রীকে মমেকে ভর্তি করা হয়েছে।
একই সময়, উপজেলার গাছতলা এলাকায় ময়মনসিংহ-নেত্রকোনা সড়কে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আরও দু'জন নিহত হন। তাদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।
ওসি মো. টিপু সুলতান জানান, উভয় দুর্ঘটনাস্থলে পৌঁছে পুলিশ তদন্ত শুরু করেছে এবং আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
এসকে//