যখন মুসলমানরা ঈদুল আজহা উদযাপন করছে, তখন গাজার মানুষ নতুন এক হামলার মুখে পড়েছে। ঈদের দিনও ইসরাইল গাজায় টানা হামলা চালিয়েছে। এতে আরও ৪২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আন্তর্জাতিক সংবাদ সংস্থা আলজাজিরা এ তথ্য জানিয়েছে।
গাজার হাসপাতাল সূত্রে জানা গেছে, খান ইউনিসের নাসের হাসপাতালে ১৬টি মরদেহ,উত্তরের আল-শিফা হাসপাতালে ১৬ জন, গাজা শহরের আল-আহলি হাসপাতালে ৫ জন ও আল-আকসা শহীদ হাসপাতালে আরও ৫ জনের মরদেহ আনা হয়েছে।
হাসপাতালের কর্মীরা জানায়, রাফাহ শহরের পাশে ত্রাণ বিতরণ হচ্ছিল, সেখানে হঠাৎ করে ইসরাইলি সেনারা গোলাবর্ষণ করে। সেখানেই প্রায় সাতজন মারা যায়।
‘গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন’ (জিএইচএফ) নামে একটি ত্রাণ সংস্থা বলেছে, এখন তারা গাজায় আর ত্রাণ দেবে না, কারণ পরিস্থিতি খুবই ভয়ানক।
ইসরাইলি সেনারা যখন ত্রাণ নিতে আসা লোকদের ওপর গুলি চালায়, শুধু ত্রাণ নিতে গিয়ে তখন পর্যন্ত ১১০ জন ফিলিস্তিনি মারা গেছেন।
উল্লেখ্য, আল-আহলি হাসপাতালে বৃহস্পতিবার (০৫ জুন) আহত হওয়া এক সাংবাদিক শুক্রবার মারা যান। গাজার মিডিয়া অফিস জানিয়েছে, এই যুদ্ধ শুরুর পর থেকে মোট ২২৬ জন সাংবাদিক প্রাণ হারিয়েছেন।
এসকে//