পবিত্র ঈদুল আজহায় বিশ্বের মুসলিম সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ায় এই উৎসবটি ‘কুরবান বায়রাম’ নামে পরিচিত। তুর্কি বার্তাসংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ক্রেমলিনের ওয়েবসাইটে এক বার্তায় পুতিন বলেন, এই উৎসবটি প্রাচীন ধর্মীয় আচার-অনুষ্ঠানে যাত্রার সমাপ্তি নির্দেশ করে ও মানুষের মধ্যে ঐক্যকে উৎসাহিত করে। পাশাপাশি পূর্বপুরুষদের সমৃদ্ধ ঐতিহাসিক ও আধ্যাত্মিক ঐতিহ্যের সঙ্গে সংযোগ স্থাপনের মাধ্যমে ধর্মবিশ্বাসীদের আনন্দ প্রদান করে।
বার্তায় আরও বলা হয়, ভাল কাজ, দুর্শাশাগ্রস্তদের জন্য ভালবাসা ও সহানুভূতির মাধ্যমে মুসলিমরা কুরবান বায়রাম পালন করে।
এছাড়া তরুণ প্রজন্মকে শিক্ষাদান, পারিবারিক মূল্যবোধ, শিক্ষা, সংস্কৃতি ও জনহিতকর কাজের মাধ্যমে রাশিয়ায় মুসলিমদের সক্রিয় ও গঠনমূলক অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন প্রেসিডেন্ট পুতিন।
এনএস/