চট্টগ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় এক তরুণ নিহত হয়েছেন। নিহতের নাম মোহাম্মদ হৃদয় (২২)। শনিবার (৮ জুন) বিকেল পাঁচটার দিকে কাপ্তাই রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে।
হৃদয় বোয়ালখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন।
গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে হৃদয়ের চাচাতো ভাই মোহাম্মদ মহিউদ্দিন।
তিনি বলেন, হৃদয়ের বোনের বাড়ি চট্টগ্রাম নগরের বাকলিয়া এলাকায়। ঈদের দিন কোরবানির মাংস নিয়ে বিকেলে তার বোনের বাসায় যাচ্ছিলেন হৃদয়। মোটরসাইকেলের পেছনে ছিল তার ভাগ্নে মোহাম্মদ জাবেদ। এতে হৃদয় ঘটনাস্থলেই মারা যান এবং ভাগ্নে জাবেদ আহত হন। বর্তমানে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে, হৃদয়ের মরদেহ চমেকে নেয়া হয়েছে।
এসকে//