আবহাওয়া

রোদের দাহে পুড়ছে দেশ

বায়ান্ন প্রতিবেদন

আকাশে মেঘের মুখ ভার নয়, রোদই এখন রাজা। বর্ষার দরজায় কড়া নাড়লেও, এখনও ঝরে পড়েনি তেমন বৃষ্টির সুর। বরং সূর্যের দাহে দগ্ধ চারদিক—তাপপ্রবাহ যেন নিঃশব্দে পুড়িয়ে দিচ্ছে জনজীবন। আর এই খরতাপের মাঝেই আবহাওয়া দিচ্ছে একটুখানি স্বস্তির আশ্বাস—আগামী পাঁচদিন দেশের বিভিন্ন অঞ্চলে নামতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি, বজ্রসহ দমকা হাওয়ার সাথে।

আবহাওয়াবিদ ওমর ফারুক জানান, বর্তমানে ফরিদপুর, মাদারীপুর, টাঙ্গাইল, চাঁদপুর, ফেনী ও পটুয়াখালী জেলার পাশাপাশি রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই গরম আগামীকাল পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

এদিকে, আগামী কয়েক দিনের পূর্বাভাস অনুযায়ী:

বুধবার (১১ জুন) সকাল ৯টা পর্যন্ত চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় এবং ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বৃহস্পতিবার (১২ জুন) সকাল ৯টা পর্যন্ত চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গা এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় একই ধরনের বৃষ্টিপাত হতে পারে। তাপমাত্রাও প্রায় একই রকম থাকবে।

শুক্রবার (১৩ জুন) সকাল ৯টা পর্যন্ত ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহীর কিছু এলাকায় দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণও হতে পারে। এ সময়ে তাপমাত্রা কিছুটা কমতে পারে।

শনিবার (১৪ জুন) সকাল ৯টা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা ও রাজশাহী বিভাগের কিছু এলাকায় একই ধরনের আবহাওয়া থাকতে পারে। ভারি বর্ষণের সম্ভাবনা থাকায় তাপমাত্রা আরও একটু কমে আসতে পারে।

রোববার (১৫ জুন) সকাল ৯টা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী বিভাগের কিছু জায়গায় দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে এবং তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড হয়েছে চট্টগ্রামে, যেখানে ১৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এছাড়া মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১৩ মিলিমিটার, বান্দরবানে ১১, ঢাকায় ৬ এবং রাঙামাটি ও চট্টগ্রামের আমবাগানে ১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই অবস্থার ধারাবাহিকতায় আগামী পাঁচ দিনও বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে, আর তাপমাত্রাও কিছুটা কমে আসবে। ফলে স্বস্তি মিলতে পারে গরমে ক্লান্ত জনজীবনে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #আবহাওয়া #বৃষ্টি #রোদ