দক্ষিণী সিনেমার কিংবদন্তি অভিনেতা নাগার্জুন আক্কিনেনি। তার ছোট ছেলে আখিল আক্কিনেনি এবার জীবনের নতুন অধ্যায়ে পা রেখেছেন। গেল শুক্রবার (৬ জুন) তার দীর্ঘদিনের বান্ধবী জয়নব রাবজিকে তিনি বিয়ে করেছেন। বয়সে ৯ বছরের ব্যবধান থাকা সত্ত্বেও তাদের ভালোবাসার সম্পর্ক অটুট থাকায় কোনও বাধাই তদের বিয়েতে পরে নি।
হায়দ্রাবাদের অন্নপূর্ণা স্টুডিওতে আখিল আক্কিনেনি ও জয়নব রাবজির বিয়ের আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হয়। যেখানে দুই পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে সব কিছু সম্পন্ন হয়। তবে বিয়ের পরদিন শনিবার (৭ জুন) আয়োজিত এক বিলাসবহুল রিসেপশন পার্টি সবাইকে চমকে দেয়। দক্ষিণী চলচ্চিত্র শিল্পের অনেক তারকাই সেখানে উপস্থিত ছিলেন।
এই রিসেপশন পার্টির জন্য আখিল পরেছিলেন একটি সাদা টাক্সেডো এবং কালো বোটাই, যা তাকে পরিপূর্ণভাবে রাজকীয় ও স্মার্ট দেখাচ্ছিল। তার নববধূ জয়নব রাবজির পোশাক ছিলও অত্যন্ত চমকপ্রদ , একটি পিচ রঙের লেহেঙ্গা, যা তার পরে থাকা ভারী হীরার গহনাতে পরিপূর্ণতা পেয়েছিল। পুরো আয়োজন ছিল রাজকীয় সাজসজ্জায় মোড়া আর সাদা ফুল দিয়ে অনুষ্ঠানস্থল সজ্জিত করা হয়েছিল।
আখিল ও জয়নবের সম্পর্ক দীর্ঘদিনের এবং একে অপরের সঙ্গে ভালোবাসা এবং বন্ধুত্বের মধ্যে দিয়ে তারা জীবনের এই বিশেষ মুহূর্তে পৌঁছেছেন। বয়সের পার্থক্য থাকা সত্ত্বেও তাদের ভালোবাসা কখনোই ভাটা পড়েনি। আখিল বর্তমানে ৩০ বছর বয়সী আর তার স্ত্রী জয়নব ৩৯ বছরের। তাদের বয়সের পার্থক্য নিয়ে কিছুটা আলোচনা হলেও কখনোই এটি তাদের সম্পর্কের বাধা হয়ে দাঁড়ায়নি।
আখিল আক্কিনেনি দক্ষিণী সিনেমার একজন সফল অভিনেতা। যিনি ২০১৫ সালে তেলেগু ভাষার ‘আখিল’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পদার্পণ করেন। সেই সিনেমা থেকেই তিনি দর্শকদের মনোযোগ আকর্ষণ করতে সক্ষম হন এবং সেরা নবাগত অভিনেতা হিসেবে ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডও লাভ করেন।
এরপর 'হ্যালো', 'মিস্টার মজনু', 'এজেন্ট' প্রভৃতি সিনেমায় তার অভিনয় আরও প্রশংসিত হয়েছে।
এদিকে তার স্ত্রীর পরিচয় কিছুটা আলাদা। জয়নব রাবজির পরিবার ফিল্ম ইন্ডাস্ট্রির সাথে যুক্ত নয়। তিনি একজন শিল্পপতি জুলফি রাবজির কন্যা। আখিল ও জয়নবের পরিচয় বেশ কয়েক বছর আগে এবং তারা একে অপরকে ভালোবাসার পরিণতি হিসেবে আজ এই বিশেষ দিনটি উদযাপন করছেন।
এসকে//