এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে আজ মঙ্গলবার (১০ জুন) অভিষেক হচ্ছে ফুটবলার শমিত সোমের। শুরুর একাদশে আছেন কানাডাপ্রবাসী এই মিডফিল্ডার। তবে প্রথম একাদশে জায়গা হারিয়েছেন জামাল ভুঁইয়া।
পরিবর্তন এসেছে আরও দুই জায়গায়। গেল ম্যাচে গোল করা মিডফিল্ডার সোহেল রানার জায়গায় মোহাম্মদ হৃদয়, লেফট ব্যাক তাজ উদ্দিনের পরিবর্তে একাদশে ফিরেছেন শাকিল আহাদ তপু।
এছাড়া একাদশ যারা থাকছেন:
মিতুল মারমা (গোলরক্ষক), তারিক কাজী, তপু বর্মণ, সাদ উদ্দিন, শাকিল আহাদ, হামজা চৌধুরী, শমিত, হৃদয়, কাজেম শাহ, ফাহমিদুল ইসলাম ও রাকিব হোসেন।
এমএ//