এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিরুদ্ধে ২ গোলে পিছিয়ে আছে বাংলাদেশ। ম্যাচের ৫৮ মিনিটে ইখসান ফান্ডির নেওয়া শটে ২ গোলের ব্যবধানে পিছিয়ে পড়ে বাংলাদেশ। এর আগে এর আগে ম্যাচের প্রথমার্ধে ৪৪ মিনিটে গোল হজম করে স্বাগতিক বাংলাদেশ। সং উই ইয়ংয়ের ডান পায়ের গোলে ০-১ ব্যবধানে পিছিয়ে যায় স্বাগতিক দল।
এদিন শুরু থেকেই পাল্টাপালটি আক্রমনে খেলতে থাকে দুই দল। খেলার প্রথমার্ধে বাংলাদেশ বেশ কয়েকটি সুযোগ নষ্ট করে। তা না হলে খেলার শুরুতেই এগিয়ে থাকতে পারতো স্বাগতিকরা।
বড় চমক আসে বাংলাদেশ দলের একাদশে। নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়া রয়েছেন বেঞ্চে। তার বদলে মাঝমাঠে খেলছেন কানাডিয়ান প্রবাসী ফুটবলার সমিত সোম, যিনি এই ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের হয়ে অভিষেক করছেন।
এমএ//