বহুল প্রতীক্ষিত সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটা হলো বাংলাদেশের। এই ম্যাচে ২-১ গোলে সিঙ্গাপুরের কাছে পরাজিত হয়েছে স্বাগতিকরা।
মঙ্গলবার (১০ জুন) জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বের ম্যাচে প্রথমার্ধের শেষ মুহূর্ত এবং দ্বিতীয়ার্ধের শুরুতে দুটি গোল হজম করে স্বাগতিক বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে হামজার অ্যাসিস্ট ও রাকিব হোসেনের শটে গোল পাউ বাংলাদেশ। ফলে ১ গোলের ব্যবধানে পিছিয়ে থাকে স্বাগতিক দল। তবে ব্যবধান কমালেও হার এড়ানো যায়নি।
ম্যচের প্রথমার্ধে বাংলাদেশ বেশ কয়েকবার সিঙ্গাপুর রক্ষণভাগে আক্রমণ করলেও গোলের দেখা পায়নি। বিশেষ করে সমিত সোমের পাস ও বল কন্ট্রোল ছিল চোখে পড়ার মতো। কিন্তু ফিনিশিংয়ের অভাবে তা কাজে আসেনি।
প্রথম ২০ মিনিটে ফাহামেদুল-শাকিলরা বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও গোল করতে ব্যর্থ হন রাকিব।
ম্যাচের ৪৪তম মিনিটে বাংলাদেশ দলের ভুলের সুযোগ নিয়ে সিঙ্গাপুরের সং উই ইয়াং গোল করে দলকে এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধের ৫৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ইখসান ফান্দি। বাংলাদেশের গোলকিপার মিতুল মারমা প্রথম শট ঠেকালেও দ্বিতীয় চেষ্টায় বল জালে পাঠিয়ে দেন সিঙ্গাপুরের ফরোয়ার্ড।
বাংলাদেশের হয়ে একমাত্র গোলটি করেন রাকিব হোসেন। ইংলিশ প্রিমিয়ার লিগের খেলোয়ার হামজার অ্যাসিন্টে রাকিব সিঙ্গাপুরের গোলরক্ষককে পরাস্ত করে ব্যবধান কমান। তবে শেষ পর্যন্ত ঘুরে দাঁড়াতে পারেনি বাংলাদেশ।
এমএ//