রাজনীতি

শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান: মির্জা ফখরুল

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই বাংলাদেশে ফিরবেন বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১০ জুন) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। তবে নির্দিষ্ট তারিখ উল্লেখ করেননি তিনি।

একইসঙ্গে মির্জা ফখরুল জানান, আগামী শুক্রবার (১৩ জুন) লন্ডনে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তারেক রহমানের একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এই আলোচনাকে ‘গুরুত্বপূর্ণ একটি সুযোগ’ বলে আখ্যায়িত করেন ফখরুল। তিনি বলেন, ‘জাতীয় স্বার্থে এই দুই নেতার মুখোমুখি আলোচনা থেকে রাজনৈতিক অচলাবস্থা নিরসনের পথ খুলে যেতে পারে।’

বৈঠকে কী আলোচনা হবে, তা নিয়ে কোনো নির্দিষ্ট এজেন্ডা না থাকলেও, বিএনপির স্থায়ী কমিটি এই সংলাপকে স্বাগত জানিয়েছে বলে জানান তিনি।

ফখরুল আরও বলেন, ‘তারেক রহমানকে যেকোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা দেওয়া হয়েছে। আমরা বিশ্বাস করি, এই সাক্ষাৎ থেকে বাস্তব পরিবর্তনের ইঙ্গিত মিলবে।’

এদিকে খালেদা জিয়ার শারীরিক অবস্থার নিয়েও কথা বলেন তিনি। মির্জা ফখরুল জানান, আগের তুলনায় খালেদা জিয়া এখন অনেকটাই ভালো আছেন এবং চিকিৎসকদের মতেও শারীরিকভাবে উন্নতি হয়েছে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #বিএনপি #তারেক রহমান #তারেক জিয়া #মির্জা ফখরুল