চট্টগ্রামের হালিশহরে বেপরোয়া গতির একটি প্রাইভেটকারের ধাক্কায় প্রাণ হারিয়েছেন এক সাইকেল আরোহী তরুণ। নিহতের নাম ওসমান গণি (১৯)। বুধবার (১১ জুন) বিকেলে নগরীর বড়পোল মোড়ের সিলভার বেলস স্কুলের সামনে দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ জানিয়েছে, প্রাইভেটকারটি আনুমানিক ২০ বছর বয়সী তরুণ চালাচ্ছিলো। প্রাথমিকভাবে জানা গেছে, ছেলেটি তার বাবার গাড়িটি দ্রুতগতিতে চালাচ্ছিল। ঈদের ছুটির কারণে রাস্তায় গাড়ি কম থাকায় সে নিয়ন্ত্রণহীনভাবে গাড়ি চালায়।
সেই সময় সাইকেল চালিয়ে রাস্তা পার হচ্ছিলেন ওসমান গণি। বিপরীত দিক থেকে আসা প্রাইভেটকারটি তাকে সজোরে ধাক্কা দেয়, ফলে তিনি রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত গাড়িটি থামিয়ে চালককে ধরে ফেলে এবং পুলিশে খবর দেয়। পুলিশ এসে গাড়িসহ চালককে আটক করে হালিশহর থানায় নিয়ে যায়। প্রাইভেটকারটির নম্বর ছিল চট্ট মেট্রো-গ ১৪-২৮৫৬।
হালিশহর থানার উপপরিদর্শক (এসআই) আবু সাইদ জানিয়েছেন, আটক চালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। নিহত তরুণ ও আটক কিশোরের বিস্তারিত পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এমএ//