আন্তর্জাতিক

আসামে মন্দিরের সামনে গরুর মাথা, পরিস্থিতি নিয়ন্ত্রণে কারফিউ জারি

ভারতের আসাম রাজ্যের একটি মন্দিরের কাছে গরুর কাটা মাথা পাওয়ার ঘটনায় উত্তেজনা বিরাজ করছে। বাংলাদেশ সীমান্ত ঘেঁষা প্রদেশটির মুসলিম অধ্যুষিত ধুবড়ি এলাকায় হিন্দুদের দেবতা হনুমান মন্দিরে এই ঘটনা ঘটে। তুর্কি সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।       

প্রতিবেদনে বলা হচ্ছে, মন্দিরটির সামনে তৃতীয়বারের মত এরকম ঘটনা ঘটলো। এই ঘটনার পর টায়ার জ্বালিয়ে ও রাস্তা অবরোধ করে এলাকার হিন্দু সম্প্রদায়ের লোকজন বিক্ষোভ করছেন।

বিক্ষোভকারীদের দাবি, অভিযুক্ত ব্যক্তিদের চিহ্নিত করে গ্রেপ্তার না করা পর্যন্ত গরুর মাথা সরাতে দেওয়া হবে না।

উত্তেজনার পরিপ্রেক্ষিতে শহরে কারফিউ জারি করেছে প্রশাসন। ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয়েছে আধা সামরিক বাহিনী।

কেবল চিকিৎসা ও শিক্ষাপ্রতিষ্ঠান, দমকল ও জরুরি পরিষেবা এই কারফিউয়ের বাইরে থাকবে। এছাড়া পুলিশ, সেনাবাহিনী, আধা–সামরিক বাহিনী এবং নিরাপত্তাবিষয়ক অন্য সরকারি কর্মকর্তাদের ছাড় দেওয়া হবে

এনএস/ 

এ সম্পর্কিত আরও পড়ুন #আসাম