দেশজুড়ে

বরগুনায় ডেঙ্গু জ্বরে ২ জনের মৃত্যু

বরগুনায় ডেঙ্গু জ্বরের প্রকোপ ভয়াবহ রূপ নিচ্ছে। বুধবার (১১ জুন) একদিনেই প্রাণ হারিয়েছেন দুজন। দুপুরে সদর উপজেলার চরপাড়ার চান মিয়া ফকির (৭৫) এবং সন্ধ্যায় শহরের শহীদ স্মৃতি সড়কের বাসিন্দা গোসাই দাস (৭০) চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

চান মিয়ার মেয়ে কুলসুম জানান, তিন দিন আগে চান মিয়াকে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সকালে তার রক্তে প্লাটিলেট কমে ৬৪ হাজারে নেমে আসে। দুপুরেই তিনি মারা যান। তার দাফন হবে বৃহস্পতিবার সকালে।

বরগুনা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা তাজকিয়া সিদ্দিকাহ জানান, দুইজনের অবস্থাই গুরুতর হওয়ায় বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছিল। কিন্তু স্বজনরা তাদের বরিশালে না নিয়ে যাওয়ায় তারা মৃত্যুবরণ করেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৫ জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৭২ জন, যাদের মধ্যে ৩১ জন শিশু।

জেলা সিভিল সার্জন কার্যালয় জানিয়েছে, গত একদিনেই জেলায় নতুন করে ৭৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এ বছর এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১,৫৪৪ জন, আর মৃত্যু হয়েছে ৫ জনের।

এর আগেও ৬ জুন ডেঙ্গুতে মারা যান থানাপাড়া এলাকার নারী উদ্যোক্তা আজমেরী মোনালিসা জেরিন (২৭)। চলতি বছরে বরগুনায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১২ জনের মৃত্যু হয়েছে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #বরগুনা #ডেঙ্গু #মৃত্যু